যখন কিছু লিখতে মন চায়...ব্যস! বসে পরি...হৃদয়ের ক্যানভাসে জমে থাকা সপ্ন আর ভাবনাগুলোর একটা পট অঙ্কনের চেষ্টা করি জলছবির মতো...
Tuesday, August 31, 2010
সপ্ন মোর কল্পনা
আজ মোর মন বড়ো চঞ্চল হলো উদাসী হয়ে সে নিজেকে হারালো, তন্ময় মন আমার সপ্ন খোঁজে-ফেরে ওই আকাশে ওই বাতাসে বর্ষা মেঘের মাঝে, একলা বসে ঘরে মন ভাবে তার কথা একটিবার পাই যদি তার দেখা, জানি সপ্ন মোর কল্পনা সব জেনেও তবু মন বড়ই আনমনা...
No comments:
Post a Comment