Thursday, August 26, 2010

মোর বন্ধু

এক যে আছে মোর বন্ধু বি'দেশে
চলে কথা তার সাথে ভার্চুয়াল মাধ্যমে,
বন্ধু সে অনেক প্রিয় অনেকখানি দামী
তাকে নিয়ে চলে আমার পাগলামী,
যখন মন ব্যথিত হয় কোনো ঘটনায়
বন্ধু আমার সাথে থাকে অনুপ্রেরনায়,
ওর কথা ভাবী আমি একলা বসে ঘরে
এই বুঝি সে এসে বসে আপন আসন পরে,
হাওয়ার গানে তার কথা শুনতে আমি পাই
পাখির ডাক বলছে আমায় তার কথাটাই,
ওর কথা পড়লে মনে
মেসজ দিই সাথে সাথে,
বন্ধু আমি তোমায় ছাড়া
সবের মাঝে সপ্নহারা...

No comments:

Post a Comment