Thursday, August 26, 2010

মনের ক্যানভাস

এলোমেলো মনে সপ্নগুলো এলে
রং-তুলি নিয়ে আঁকতে বসি মনের ক্যানভাসে,
উপর নিচে আশে পাশে
তুলিগুলো করে খেলা রঙের আঁচর দিয়ে,
ক্যানভাসটা রঙিন হয়
নিজের ভাষায় কথা কয়,
গুনগুনিয়ে গান গায়
নিজের খেয়ালে হারিয়ে যায়...

No comments:

Post a Comment