আবির রঙা আকাশ এখন মেঘে ঢেকে কালো
পাখিরা সব বলছে এবার নীড়ে ফিরে চলো,
উদাস বাউল গাইছে যে তাঁর আপনভোলা গান
মনটা আমার হারিয়ে গেলো ওই আকাশ পান,
নদীর জলে দেখছি মেঘের প্রতিচ্ছবি
হারিয়ে গেছে মেঘের আড়ালে আমার প্রানের রবি,
আমি এখন দুচোখ ভরে দেখছি তার রূপ
আনমনা এই আপনভোলা প্রকৃতি অপরূপ....
পাখিরা সব বলছে এবার নীড়ে ফিরে চলো,
উদাস বাউল গাইছে যে তাঁর আপনভোলা গান
মনটা আমার হারিয়ে গেলো ওই আকাশ পান,
নদীর জলে দেখছি মেঘের প্রতিচ্ছবি
হারিয়ে গেছে মেঘের আড়ালে আমার প্রানের রবি,
আমি এখন দুচোখ ভরে দেখছি তার রূপ
আনমনা এই আপনভোলা প্রকৃতি অপরূপ....
Excellent!!!!
ReplyDelete