সন্ধ্যাবেলা আকাশ এখন রং হারিয়ে মলিন
সপ্ন রঙিন প্রকৃতি তাই রবি বিরহে বিলীন,
এমন সময় দূর আকাশে উঠলো জেগে অনেক তারা
মন টা আমার ডানা মেলে ওই আকাশে দিল পারা,
জোনাকিরা সব আপন মনে নিজের আলো ছরিয়ে দেয়
সাঁঝবাতিটা সন্ধ্যামুখর নিজের কবিতা লিখে যায়,
বাতাসের গানে এখন পাখির ঘরে ফেরার গান
মনের এখন অনুভবে প্রকৃতির টান,
সন্ধ্যাতারা সপ্ন দেখে চন্দ্রিমাকে সাথে নিয়ে
মন মোর সুর বেধেছে এই মায়াবী ছোঁয়া নিয়ে...
No comments:
Post a Comment