Saturday, August 7, 2010

উদাসী মন

উদাসী মেঘের স্বপ্ন ছোঁয়ায়
মন ভেসে যায় কোন সে হাওয়ায়,
উড়ে চলে সেই আপন খেয়ালে
বাঁধা কেউ দেয়না তারে,
মেঘের সাথে খেলতে পেরে
সুখী করে সে আপনারে,
হটাথ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে তাকে
বলে মেঘের সাথে খেলার অধিকার তারই কেবল আছে...

1 comment:

  1. proshonshar vasha jana neyi, shudhu jani anek dur egobe,jodi evabeyi abegke vashaye prokash koro.

    ReplyDelete