আজ মোর মন বড়ো চঞ্চল হলো
উদাসী হয়ে সে নিজেকে হারালো,
তন্ময় মন আমার সপ্ন খোঁজে-ফেরে
ওই আকাশে ওই বাতাসে বর্ষা মেঘের মাঝে,
একলা বসে ঘরে মন ভাবে তার কথা
একটিবার পাই যদি তার দেখা,
জানি সপ্ন মোর কল্পনা
সব জেনেও তবু মন বড়ই আনমনা...
যখন কিছু লিখতে মন চায়...ব্যস! বসে পরি...হৃদয়ের ক্যানভাসে জমে থাকা সপ্ন আর ভাবনাগুলোর একটা পট অঙ্কনের চেষ্টা করি জলছবির মতো...
Tuesday, August 31, 2010
Thursday, August 26, 2010
মোর বন্ধু
এক যে আছে মোর বন্ধু বি'দেশে
চলে কথা তার সাথে ভার্চুয়াল মাধ্যমে,
বন্ধু সে অনেক প্রিয় অনেকখানি দামী
তাকে নিয়ে চলে আমার পাগলামী,
যখন মন ব্যথিত হয় কোনো ঘটনায়
বন্ধু আমার সাথে থাকে অনুপ্রেরনায়,
ওর কথা ভাবী আমি একলা বসে ঘরে
এই বুঝি সে এসে বসে আপন আসন পরে,
হাওয়ার গানে তার কথা শুনতে আমি পাই
পাখির ডাক বলছে আমায় তার কথাটাই,
ওর কথা পড়লে মনে
মেসজ দিই সাথে সাথে,
বন্ধু আমি তোমায় ছাড়া
সবের মাঝে সপ্নহারা...
চলে কথা তার সাথে ভার্চুয়াল মাধ্যমে,
বন্ধু সে অনেক প্রিয় অনেকখানি দামী
তাকে নিয়ে চলে আমার পাগলামী,
যখন মন ব্যথিত হয় কোনো ঘটনায়
বন্ধু আমার সাথে থাকে অনুপ্রেরনায়,
ওর কথা ভাবী আমি একলা বসে ঘরে
এই বুঝি সে এসে বসে আপন আসন পরে,
হাওয়ার গানে তার কথা শুনতে আমি পাই
পাখির ডাক বলছে আমায় তার কথাটাই,
ওর কথা পড়লে মনে
মেসজ দিই সাথে সাথে,
বন্ধু আমি তোমায় ছাড়া
সবের মাঝে সপ্নহারা...
মনের ক্যানভাস
এলোমেলো মনে সপ্নগুলো এলে
রং-তুলি নিয়ে আঁকতে বসি মনের ক্যানভাসে,
উপর নিচে আশে পাশে
তুলিগুলো করে খেলা রঙের আঁচর দিয়ে,
ক্যানভাসটা রঙিন হয়
নিজের ভাষায় কথা কয়,
গুনগুনিয়ে গান গায়
নিজের খেয়ালে হারিয়ে যায়...
রং-তুলি নিয়ে আঁকতে বসি মনের ক্যানভাসে,
উপর নিচে আশে পাশে
তুলিগুলো করে খেলা রঙের আঁচর দিয়ে,
ক্যানভাসটা রঙিন হয়
নিজের ভাষায় কথা কয়,
গুনগুনিয়ে গান গায়
নিজের খেয়ালে হারিয়ে যায়...
Tuesday, August 10, 2010
প্রকৃতি অপরূপ
আবির রঙা আকাশ এখন মেঘে ঢেকে কালো
পাখিরা সব বলছে এবার নীড়ে ফিরে চলো,
উদাস বাউল গাইছে যে তাঁর আপনভোলা গান
মনটা আমার হারিয়ে গেলো ওই আকাশ পান,
নদীর জলে দেখছি মেঘের প্রতিচ্ছবি
হারিয়ে গেছে মেঘের আড়ালে আমার প্রানের রবি,
আমি এখন দুচোখ ভরে দেখছি তার রূপ
আনমনা এই আপনভোলা প্রকৃতি অপরূপ....
পাখিরা সব বলছে এবার নীড়ে ফিরে চলো,
উদাস বাউল গাইছে যে তাঁর আপনভোলা গান
মনটা আমার হারিয়ে গেলো ওই আকাশ পান,
নদীর জলে দেখছি মেঘের প্রতিচ্ছবি
হারিয়ে গেছে মেঘের আড়ালে আমার প্রানের রবি,
আমি এখন দুচোখ ভরে দেখছি তার রূপ
আনমনা এই আপনভোলা প্রকৃতি অপরূপ....
Saturday, August 7, 2010
উদাসী মন
উদাসী মেঘের স্বপ্ন ছোঁয়ায়
মন ভেসে যায় কোন সে হাওয়ায়,
উড়ে চলে সেই আপন খেয়ালে
বাঁধা কেউ দেয়না তারে,
মেঘের সাথে খেলতে পেরে
সুখী করে সে আপনারে,
হটাথ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে তাকে
বলে মেঘের সাথে খেলার অধিকার তারই কেবল আছে...
মন ভেসে যায় কোন সে হাওয়ায়,
উড়ে চলে সেই আপন খেয়ালে
বাঁধা কেউ দেয়না তারে,
মেঘের সাথে খেলতে পেরে
সুখী করে সে আপনারে,
হটাথ করে বৃষ্টি এসে ভিজিয়ে দিয়ে তাকে
বলে মেঘের সাথে খেলার অধিকার তারই কেবল আছে...
Subscribe to:
Posts (Atom)