সপ্নের পথে চলার সময় হটাথ তোমাকে দেখে
উঠলো মোর মন আনন্দে উদ্দীপনাতে মেতে,
হৃদয়ের বন্ধন ছিড়ে যায়
আপন খেয়াল সাথে নিয়ে মন যে কোথায় হারিয়ে যায়,
খুঁজে ফেরে হেথায় সেথায়
সপ্ন নিয়ে আখিঁর পাতায়,
বুঝেও যে অবুঝ আমার মন
অবিচল আনমনা উদ্দাম সে মানে না কোনো বারণ,
দিবা-রাত্রি তোমার ভাবনায়
মন যে হারায় ওই নীলিমায়...
No comments:
Post a Comment