যখন কিছু লিখতে মন চায়...ব্যস! বসে পরি...হৃদয়ের ক্যানভাসে জমে থাকা সপ্ন আর ভাবনাগুলোর একটা পট অঙ্কনের চেষ্টা করি জলছবির মতো...
Tuesday, December 14, 2010
আমার যাওয়ার ক্ষণে
যখন আমার যাওয়ার ক্ষণে উদাস রবে অন্য মনে, হাত বাড়িয়ে ছুতে কেবল চাইবে একটিবার হাজার ডাকে হাজার ভিড়ে ফিরব না তো আর, হৃদয় যখন অশ্রু ব্যথায় ভরবে দিনের শেষে আসবে আমার নীরব এ মুখ তোমার সপ্নে ভেসে, উঠবে তখন বলে বন্ধু কোথায় চলে গেলি??? আমার কথা ভাবলিনা আর... আমায় গেলি ফেলে!!!
No comments:
Post a Comment