আমার যাওয়ার ক্ষণে
যখন আমার যাওয়ার ক্ষণে
উদাস রবে অন্য মনে,
হাত বাড়িয়ে ছুতে কেবল চাইবে একটিবার
হাজার ডাকে হাজার ভিড়ে ফিরব না তো আর,
হৃদয় যখন অশ্রু ব্যথায় ভরবে দিনের শেষে
আসবে আমার নীরব এ মুখ তোমার সপ্নে ভেসে,
উঠবে তখন বলে
বন্ধু কোথায় চলে গেলি??? আমার কথা ভাবলিনা আর... আমায় গেলি ফেলে!!!
No comments:
Post a Comment