Sunday, July 10, 2011

বৃষ্টি তুমি...

বৃষ্টি তুমি ঝরছ ঝর ঝর সুরে
টিপ টিপ টুপ টাপ আনন্দে অবিরামে

সপ্ন দেখাও তুমি সজীব প্রকৃতিকে
ঝির ঝির ঝির ঝর ঝর আপন মহিমাতে
সপ্নছোঁয়া বারিধারায় মনটা করে স্নান

সিক্ত হয়ে পাখিরা করে নিজের কলতান
রোদের সাথে তোমার কেন এমন লুকোচুরি
মেঘের পরশ আবছা আলোয় তোমার জারিজুরি
ব্যর্থ যখন তুমি নিজের ভাষা বুঝতে
কোন সাহসে যাব কাছে ভালবাসা খুঁজতে...

No comments:

Post a Comment