জীবনের পথে চলতে গেলে আসবে অনেক বাঁধা.
নতুন কিছু করতে গেলে ছুড়বে লোকে কাদা..
বাঁধা ধরা এই গতের জীবনে অন্য কিছু চাই.
তাই তো কিছু শব্দ খুঁজে চেষ্টা চালিয়ে যাই..
কেউ বলবে সময় নষ্ট কেউ বলবে খেলা.
কেউবা হয়ত বলবে আবার লোক দেখানোর পালা..
তাই বলে কি থামাতে পারি নিজের ভাবনাগুলো.
লেখা টা হয়ত অন্য কারুর হৃদয়খানি ছুলো..
রোজ-ই কত ঘটনা ঘটে খোঁজ রাখেনা কেউ.
তারাই এখন ফুঁসছে রোষে তুলছে শুধু ঢেউ..
মনের কোণে একলা বসে করছে প্রতিবাদ.
পড়লে তুমি তাদের কথা জানাবে ধন্যবাদ..
No comments:
Post a Comment