Friday, December 2, 2011

অন্তহীন অপেক্ষা...

তুমি কি সপ্ন না কি অলীক কল্পনা
উত্তর জানি না
জানি না কেন মন খোঁজে তোমায়
পুড়িয়ে নিজেকে কল্পনার বন্হিশিখায়
আজও আছ তুমি সপ্নে জাগরণে
চঞ্চল হৃদয়ের ভুলে থাকা মনে
আকাশের শূন্যতায় যাব যে ভেসে
যেথায় আছ তুমি দূর বি'দেশে
আজও সপ্নের সরণির অন্তহীন পথে
আছি বসে শুধু তোমারই অপেক্ষাতে
গল্পকথা, রুপকথা আর চুপকথার ভিড়ে
হারিয়েছি নিজেকে কোনো খেলাঘরে...

Sunday, July 10, 2011

বৃষ্টি তুমি...

বৃষ্টি তুমি ঝরছ ঝর ঝর সুরে
টিপ টিপ টুপ টাপ আনন্দে অবিরামে

সপ্ন দেখাও তুমি সজীব প্রকৃতিকে
ঝির ঝির ঝির ঝর ঝর আপন মহিমাতে
সপ্নছোঁয়া বারিধারায় মনটা করে স্নান

সিক্ত হয়ে পাখিরা করে নিজের কলতান
রোদের সাথে তোমার কেন এমন লুকোচুরি
মেঘের পরশ আবছা আলোয় তোমার জারিজুরি
ব্যর্থ যখন তুমি নিজের ভাষা বুঝতে
কোন সাহসে যাব কাছে ভালবাসা খুঁজতে...

Wednesday, July 6, 2011

...জীবনের পথ...

জীবনের পথে চলতে গেলে আসবে অনেক বাঁধা.
নতুন কিছু করতে গেলে ছুড়বে লোকে কাদা..
বাঁধা ধরা এই গতের জীবনে অন্য কিছু চাই.
তাই তো কিছু শব্দ খুঁজে চেষ্টা চালিয়ে যাই..
কেউ বলবে সময় নষ্ট কেউ বলবে খেলা.
কেউবা হয়ত বলবে আবার লোক দেখানোর পালা..
তাই বলে কি থামাতে পারি নিজের ভাবনাগুলো.
লেখা টা হয়ত অন্য কারুর হৃদয়খানি ছুলো..
রোজ-ই কত ঘটনা ঘটে খোঁজ রাখেনা কেউ.
তারাই এখন ফুঁসছে রোষে তুলছে শুধু ঢেউ..
মনের কোণে একলা বসে করছে প্রতিবাদ.
পড়লে তুমি তাদের কথা জানাবে ধন্যবাদ..

Sunday, May 8, 2011

কবি প্রণাম...

তুমি আছ মোর ভাবনায় মননের চেতনাতে

আছ তুমি ব্যথিত মনের অনুপ্রেরনাতে
খুঁজি ফিরি তোমায় আমি বর্ষা মেঘের মাঝে
নীল সমুদ্রে দূর পাহাড়ে সকাল সন্ধ্যা-সাঁঝে
হাওয়ার গানে কলতানে উদাস আমার মন
হারিয়ে যাওয়া মনে শুধুই তোমার সুরের স্বপন...