Friday, December 2, 2011

অন্তহীন অপেক্ষা...

তুমি কি সপ্ন না কি অলীক কল্পনা
উত্তর জানি না
জানি না কেন মন খোঁজে তোমায়
পুড়িয়ে নিজেকে কল্পনার বন্হিশিখায়
আজও আছ তুমি সপ্নে জাগরণে
চঞ্চল হৃদয়ের ভুলে থাকা মনে
আকাশের শূন্যতায় যাব যে ভেসে
যেথায় আছ তুমি দূর বি'দেশে
আজও সপ্নের সরণির অন্তহীন পথে
আছি বসে শুধু তোমারই অপেক্ষাতে
গল্পকথা, রুপকথা আর চুপকথার ভিড়ে
হারিয়েছি নিজেকে কোনো খেলাঘরে...